মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস কৃষ্ণ সাগর উপকূলীয় শহর সোচিতে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের ঘটনাবলী নিয়ে আলোচনা হয়।
এছাড়া ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার চলমান সঙ্কট সমাধানের বিষয়ে রাশিয়া যে প্রচেষ্টা চালাচ্ছে তা নিয়েও কথা হয়। বৈঠকে দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
ফিলিস্তিনিদের বিষয়ে রাশিয়ার অবস্থান এবং চলমান সংকটের ব্যাপারে মস্কো যে প্রচেষ্টা চালাচ্ছে তার জন্য প্রেসিডেন্ট পুতিনকে মাহমুদ আব্বাস ধন্যবাদ জানান।
রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ সফরে যান। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট আশা করছেন যে, রাশিয়ার ভূমিকায় ইসরাইল-ফিলিস্তিন সংকটের সমাধান হবে।
ফিলিস্তিন প্রশ্নে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। এ অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুসারে স্বাধীন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফিলিস্তিন সংকটের সমাধান করার কথা বলে আসছে মস্কো।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।