Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দিলে কঠোর আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ৪:০০ পিএম | আপডেট : ৪:০৯ পিএম, ২৪ নভেম্বর, ২০২১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি না দিলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।

বুধবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মিথ্যা মামলায় তিন বছর ধরে বন্দী রয়েছেন। এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আমরা আগেও বলেছি, তাকে তিলে তিলে নিঃশেষ করতেই বন্দী করা হয়েছে। এর প্রমাণ হলো, তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক সালাহউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের কার্যালয়ে যান। এ সময় দলের কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। তবে জেলা প্রশাসক না থাকায় স্মারকলিপিটি তারা ডেপুটি কালেক্টরের কাছে হস্তান্তর করেন। চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন দলের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ছাত্রদলের সহ-সভপতি ওমর ফারুক কাউছার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্দোলন

৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ