Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণের উদ্যোগ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে তার পরিবার। এ উদ্যোগ বেশ জটিল ও ব্যয়বহুল। অনেক অর্থের প্রয়োজন। তাই তার পরিবার আইয়ুব বাচ্চুর টি-শার্ট বিক্রির উদ্যোগ নিয়েছে। বিষয়টি নিয়ে এলআরবির পেজ থেকে জানানো হয়, কিংবদন্তীর দীর্ঘ ক্যারিয়ারে অবসর মেলেনি কখনো। কখনো এক শহর থেকে আরেক শহর, এক মঞ্চ ছেড়ে আরেক মঞ্চ অথবা কখনো এক দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশের সীমানায় ছুটে বেড়িয়েছেন পুরোটা জীবন জুড়ে। আইয়ুব বাচ্চু জীবনের শেষ সময়ে তার ভক্তদের সাথে কাটানো সময় উপভোগ করতেন। ভক্তদের আবদার রাখার তাগিদেই শেষ দিকে তার নিজের তত্ত্বাবধানে এবি কিচেনের বেশ কিছু ফ্যান কালেটিবলস টিশার্ট তৈরি করেছিলেন। আইয়ুব বাচ্চু তার নিজের হাতেই এই টিশার্টগুলোর কিছু অংশ শুভেচ্ছা উপহার হিসেবে তার কাছের বন্ধু ও ভক্তদের উপহার দিয়েছেন। এমনকি এই কিংবদন্তী ও তার প্রাক্তন ব্যান্ড মেম্বাররাও এই টিশার্টগুলো পরে অনেক কনসার্ট ও স্টুডিও শোতে উপস্থিত হয়েছেন। টিশার্ট লো এত বছর ধরে অন্যান্য স্মৃতি স্মারকের সঙ্গে সংরক্ষিত ছিল আইয়ুব বাচ্চুর পরিবারের কাছে। এবি কিচেন সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছে, এই টিশার্টগুলো ভক্ত অনুরাগীদের জন্য উন্মুক্ত করার। টিশার্টগুলো বাংলার গঞ্জি টি অব বেঙ্গল নামের অফিশিয়াল অনলাইনে স্টোরে পাওয়া যাবে। আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা আক্তার জানান, এবি কিচেনে ছিল আইয়ুব বাচ্চুর ৪০টি গিটার। যেগুলো বিশ্বের নানা স্থান থেকে তিনি সংগ্রহ করেছিলেন। ইচ্ছা ছিল এগুলো দিয়ে জাদুঘর করবেন। তিনি বলেন, আমরা চেষ্টা করছি গিটারগুলো ওপেন করে দিতে। জাদুঘর করতে। আইয়ুব বাচ্চুও এটাই চাইতেন। তবে এখানে প্রচুর খরচ আছে। সরকারি বা ব্যক্তিগত উদ্যোগ হোক- অনেকেরই এখানে যুক্ত হওয়ার সুযোগ আছে। উল্লেখ্য, দেশের এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তার। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে সঙ্গীত জগতে তার পথচলা শুরু হয়। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সোলস ব্যান্ডে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন তিনি। ১৯৯১ সালে এলআরবি ব্যান্ড গঠন করেন আইয়ুব বাচ্চু। এর প্রথম অ্যালবাম এলআরবি বাজারে আসে ১৯৯২ সালে। এটাই দেশের প্রথম ডাবল অ্যালবাম। এলআরবির অন্য অ্যালবামগুলো হলো সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), ফেরারি মন (১৯৯৬), আমাদের (১৯৯৮), বিস্ময় (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০১), অচেনা জীবন (২০০৩), মনে আছে নাকি নাই (২০০৫), ¯পর্শ (২০০৮), যুদ্ধ’ (২০১২), রাখে আল্লাহ মারে কে (২০১৬)। ১৯৮৬ সালে প্রকাশিত আইয়ুব বাচ্চুর প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ প্রকাশিত হয়। একক অ্যালবাম। দ্বিতীয় একক অ্যালবাম ‘ময়না’ (১৯৮৮)। ১৯৯৫ সালে বাজারে আসে তার তৃতীয় একক অ্যালবাম ‘কষ্ট’। এর প্রায় সব গানই জনপ্রিয়তা পায়। তার অন্য একক অ্যালবামগুলো হলো, ‘সময়’ (১৯৯৮), ‘একা’ (১৯৯৯), ‘প্রেম তুমি কি’ (২০০২), ‘দুটি মন’ (২০০২), ‘কাফেলা’ (২০০২), ‘রিমঝিম বৃষ্টি’ (২০০৮), ‘বলিনি কখনো’ (২০০৯), ‘জীবনের গল্প’ (২০১৫)।



 

Show all comments
  • নাজিম ২৩ নভেম্বর, ২০২১, ৫:৩৮ এএম says : 0
    খুব ভালো উদ্যোগ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইয়ুব বাচ্চু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ