Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইয়ুব বাচ্চুর নামে ভক্তের গাড়ির রেজিস্ট্রেশন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

দেশের ব্যান্ডকিং খ্যাত আইয়ুব বাচ্চুর অসংখ্য ভক্ত দেশে-বিদেশে ছড়িয়ে আছে। তার গান তাদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে। আইয়ুব বাচ্চু এখন নেই, তবে তার স্মৃতি ধরে রাখতে ভক্তদের অনেকেই নানা উদ্যোগ নিয়েছেন। এবার লন্ডনে বসবাসরত তার এক ভক্ত তার গাড়িটির নিবন্ধন করেছেন আইয়ুব বাচ্চুর নামে। গাড়ির নিবন্ধন করেছেন, ‘এবি৬২এলআরবি’ নামে। এর অর্থ দাঁড়ায় এবি-আইয়ুব বাচ্চু, ৬২- তার জন্ম সাল এবং এলআরবি-বাচ্চুর গড়া ব্যন্ড দল। এ কাজটি করেছেন তার ভক্ত মঈনুল ওয়াদুদ (সুমন)। তিনি লন্ডনেই থাকেন। তার বড় ভাইও আইয়ুব বাচ্চুর দারুণ ভক্ত। তার দেখাদেখি সুমনও বাচ্চুর ভক্ত হয়ে যান। প্রতি ভালোবাসা তৈরি হয়। এরপর দুজনেই হয়েছেন আইয়ুব বাচ্চুর ভক্ত। সুমনের বড় ভাই মোহাম্মদ সাইফুল ওয়াদুদ বলেন, লন্ডনে তার গাড়িতে যখনই উঠি, আইয়ুব বাচ্চুর গান কিংবা জ্যামিং অনবরত শুনি। দেশে থাকতে অনেক আগে সুমন একবার আইয়ুব বাচ্চুর নাম্বারে কল দিয়েছিল। তবে উনার কণ্ঠ শোনার পর বাকরুদ্ধ হয়ে পড়েছিল। কথা বলতে পারেনি। সাহস করে কথা বলতে না পেরেও আইয়ুব বাচ্চুর সুর তার মনে কতটা গভীর দাগ কেটেছিল, তা এই গাড়ির নম্বর দেখলে বোঝা যায়। তিনি জানান, গাড়ির এমন নম্বর পেতে অতিরিক্ত টাকা খরচ করতে হয়। কিন্তু আইয়ুব বাচ্চুর সম্মান সুমনের কাছে অনেক মূল্যবান। তাই তিনি এটা করেছেন। আইয়ুব বাচ্চুর ফ্যান ক্লাবের ফেসবুক গ্রুপে ছবিসহ এসব তথ্য জানান সুমনের বড় ভাই সাইফুল। উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চু মৃত্যুবরণ করেন। তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে আজও অগণিত ভক্ত তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার মৃত্যুর পর ২০১৯ সালে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের নাম রাখা হয় আইয়ুব বাচ্চু চত্বর। সেখানে স্থাপন করা হয়েছে তার রূপালি গিটারের ভাস্কর্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইয়ুব বাচ্চু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ