Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইয়ুব বাচ্চুর এলআরবি’র নতুন করে যাত্রা শুরু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ১২:০৯ এএম

১৯৯১ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চুর হাত ধরে প্রতিষ্ঠিত হয় এলআরবি ব্যান্ড। দলটির শুরু হয়েছিল ইংরেজি গানের কাভার দিয়ে। রক, সফট রক, হার্ড-রক, ব্লুজ, অল্টারনেটিভ রক, মেলোডি এমন নানা ঘরানার গান দলটি শ্রোতাদের উপহার দিতে থাকে। এরপর মৌলিক গানে ফিরে শ্রোতাদের মনে স্থায়ী আসন করে নেয়। পরে জানা যায়, একই নামে (লিটল রিভার ব্যান্ড) অস্ট্রেলিয়াতে আরেকটি ব্যান্ড রয়েছে। এ অবস্থায় এল-আর-বি এই তিনটি অক্ষর ঠিক রেখে এর ভিন্ন অর্থ করার সিদ্ধান্ত নেন দলের প্রতিষ্ঠাতা মরহুম আইয়ুব বাচ্চু। সংক্ষিপ্ত নাম ঠিক রেখে পুরো নাম দেন লাভ রানস ব্লাইন্ড। তবে ব্যান্ডের সদস্যরা এখন পুরনো লিটল রিভার ব্যান্ড নামটি নিয়ে নতুন করে যাত্রা শুরু করেছে। এলআরবির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সাইদুল হাসান স্বপন লিটল রিভার ব্যান্ড নামে নতুন কার্যক্রম শুরু করেছেন। নতুন এই যাত্রায় আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে একটি গানও প্রকাশ করেছেন। ‘ইন মেমোরি অব আইয়ুব বাচ্চু’ নামের গানটি প্রকাশ করা হয়েছে লিটল রিভার ব্যান্ড নামের ইউটিউব চ্যানেল থেকে। পুরনো নাম ফিরিয়ে আনা প্রসঙ্গে স্বপন বাংলা বলেন, আমার ভালোলাগার যাত্রা হয় লিটল রিভার ব্যান্ড থেকে। যেহেতু নামটি বস (আইয়ুব বাচ্চু) বাতিল করেছেন, আবার এলআরবি বন্ধ করে দেওয়া হয়েছে, তাই পুরনো নামটি বেছে নিলাম। এখানে এলআরবি ব্যান্ডের কোনও যোগসূত্রতা নেই। আমি আমার সঙ্গীত জীবন যেভাবে শুরু করেছি, সেখানেই আবার ফিরে গেছি। উল্লেখ্য, ২০১৮ সালে আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর এলআরবি নিয়ে সংকট দেখা দেয়। ভোকাল হিসেবে বালাম, মিজানসহ অনেকে হাল ধরার চেষ্টা করেন। এরপর ব্যান্ডের অন্যতম সদস্য সাইদুল হাসান স্বপন ও গোলামুর রহমান রোমেল আলাদাভাবে শো করায় ব্যান্ডটি নিয়ে নানা প্রশ্ন ওঠে সঙ্গীতাঙ্গনে। এরপর পরিবারের আপত্তিতে ব্যান্ডটির কার্যক্রম বাতিল করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইয়ুব বাচ্চু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ