Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ জনসমুদ্রে পরিণত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১১:০৯ এএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) সকাল পৌনে ১০টায় এ সমাবেশ শুরু হয়। এদিকে সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে এ এলাকায় জড়ো হতে থাকেন। বর্তমানে সেখানে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী অবস্থান নিয়েছে। যার ফলে ওই এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

এদিকে প্রেস ক্লাবের সামনের রাস্তায় সমাবেশের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসনের সুচিকিৎসাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। এরই মধ্যে মহানগর ও কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা আছে। তবে তিনি এখনও সমাবেশস্থলে এসে পৌঁছাননি। এছাড়া উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।



 

Show all comments
  • Amdadul Haque ২২ নভেম্বর, ২০২১, ১২:৩৫ পিএম says : 0
    সফল হোক সার্থক হোক
    Total Reply(0) Reply
  • Yousuf Hossain ২২ নভেম্বর, ২০২১, ১২:৩৫ পিএম says : 0
    বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সব সময় জনসমুদ্রের দল।
    Total Reply(0) Reply
  • Firoz Alom Rana ২২ নভেম্বর, ২০২১, ১২:৩৬ পিএম says : 0
    রাজনৈতিক প্রতিহিংসার শিকার-মিথ্যা-মামলায় কারানির্যাতিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী- বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই
    Total Reply(0) Reply
  • MD Mîzãñûr Rhmãñ ২২ নভেম্বর, ২০২১, ১২:৩৬ পিএম says : 0
    দেশের মানুষ মুক্তি চায়।
    Total Reply(0) Reply
  • MD Mostafa Kamal ২২ নভেম্বর, ২০২১, ১২:৩৬ পিএম says : 0
    দেশ নেত্রীর মুক্তির জন্য আনন্দোলনের বিকল্প না। তাই কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ে সকলকে রাজপথে নামতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ