Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিসমাস প্যারেডে যুক্তরাষ্ট্রে গাড়ির তাণ্ডব, হতাহত ২০

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১০:২১ এএম

এবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি ক্রিসমাস প্যারেডে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে অন্তত ২০ জন হতাহত। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। ওয়াকেশা নগরীতে রোববার স্থানীয় সময় রাত ৪.৩৯ (জিএমটি সময় ২২৩৯) এ ঘটনা ঘটে।

নগরীর পুলিশ প্রধান ডন টমসন বলেন, একটি লাল সুভ আমাদের ক্রিসমাস প্যারেডে ঢুকে পড়ে। এতে অন্তত ২০ জন হতাহত হয়েছে।

তিনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও সংখ্যাটি জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
তিনি বলেন, অফিসাররা একটি সন্দেহজনক গাড়িকে অপসারণ করেছে, এক লোককেও হেফাজতে নেয়া হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, গাড়িটি থামানোর জন্য পুলিশ গুলিও চালিয়েছিল। বর্তমানে এফবিআই ঘটনাটির তদন্ত করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ