রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারে সিদ্দিকুর রহমান (৩৪) নামে এক অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার আড়াইহাজার গোপালদী সড়কের কল্যান্দীর মোড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিদ্দিকুর রহমান উপজেলার বাঘানগর গ্রামের জোহর আলীর ছেলে। জানা যায়, গত শুক্রবার সকালে সে রিকশা নিয়ে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ওই স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। এই ব্যাপারে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ধারণা, সিদ্দিকুর রহমান রিকশাচালক ছিলেন। রিকশাটি ছিনিয়ে নেয়ার জন্য কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে। নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকা-ের আর কোন কারণ রয়েছে কিনা সেটি নিয়ে তদন্ত চলছে বলে ওসি সাখাওয়াত হোসেন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।