Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মোংলা নৌ ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ৬:৪৭ পিএম

যথাযথ মর্যাদায় মোংলা নৌবাহিনী ঘাঁটি ও জাহাজসমূহে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। এসময় নৌবাহিনীর জাহাজ জনগণের জন্য উন্মুক্ত করে রাখা হয়।
দিনটি উপলক্ষে আজ রোববার মোংলায় বাদ ফজর দেশ ও জাতির কল্যাণ ও সশন্ত্র বাহিনী উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতির জন্য এবং স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
এছাড়াও মোংলায় অবস্থিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নৌ পরিবার শিশু নিকেতন এবং খুলনায় অবস্থিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নৌপরিবার শিশু নিকেতন ও নেভী এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিকে মোংলা নেভাল জেটিতে দুপুর ২ টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শন করেন বিপুল সংখ্যক দর্শনার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদযাপন

২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ