Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভে গুলি, সুদানে নিহতের সংখ্যা বেড়ে ৪০

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ৯:৪৯ এএম

সুদানে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। শনিবার সুদানের চিকিৎসকদের স্বতন্ত্র সংগঠন সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস এক বিবৃতিতে এই তথ্য জানায়।

সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরসের বিবৃতিতে জানানো হয়, মাথায় ও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত এক কিশোর শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
১৬ বছর বয়সী ওই কিশোর বুধবার রাজধানী খার্তুমে এক বিক্ষোভে গুলিবিদ্ধ হয়।

বুধবার খার্তুমের ওই বিক্ষোভে পুলিশের গুলিতে ১৬ বিক্ষোভকারী নিহত হয়। এছাড়া আরো কয়েক শ' লোক আহত হয় জানায় সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস।

এদিকে বুধবারের বিক্ষোভে কোনো প্রকার তাজা গুলি ব্যবহারের বিষয়ে অস্বীকার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা 'স্বল্পমাত্রার শক্তি' ব্যবহার করেছে।

এই সময় এক বিক্ষোভকারী নিহত হন বলে জানান তারা।

সুদানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের অংশীদারমূলক অন্তর্বর্তীকালীন সরকার সভরেইন কাউন্সিলের উভয়পক্ষের মতবিরোধের জেরে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুকসহ বিপুল বেসামরিক নেতৃত্বকে ২৫ অক্টোবর সামরিক বাহিনী গ্রেফতার করে এবং সামরিক প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখল করেন।

সামরিক বাহিনীর এই পদক্ষেপকে 'অভ্যুত্থান' হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিবাদে সুদানজুড়ে বিক্ষোভ শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ