Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামুনুল একযুগ পর মোহামেডানে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

ঘরোয়া আসরের সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাদাকালো জার্সি গায়ে চাপিয়েছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মিডফিল্ডার মামুনুল ইসলাম। গত মৌসুমে ঢাকা আবাহনী লিমিটেডের হয়ে মাঠ মাতালেও দীর্ঘ একযুগ পর ফের মোহামেডানে নাম লেখালেন তিনি। ইতোমধ্যে মামুনুলের সঙ্গে দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করেছে মোহামেডান। একযুগ পর মোহামেডানে ফিরে বেশ খুশি এই তারকা মিডফিল্ডার। গতকাল তিনি বলেন,‘মোহামেডান দেশের আরেকটি ঐতিহ্যবাহী ক্লাব। গত মৌসুমে তারা লিগে বেশ ভালো করেছে। এই মৌসুমেও ভালো করতে চায়। সব কিছু বিবেচনা করেই মোহামেডানে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তরুণ খেলোয়াড়দের প্রতি মোহামেডান কর্তাদের নজর দেয়ার বিষয়টি মন কেড়েছে মামুনুলের, ‘গত দুই বছরে মোহামেডান থেকে অনেক নতুন খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পেয়েছে। আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে তাদের আরো সহায়তা করবো।’ ২০১০ সালে মামুনুল যখন মোহামেডানে খেলেছিলেন তখন সাদাকালোরা অপরাজিত লিগ রানারআপ হয়েছিল। গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নের হয়ে নিজ ক্যারিয়ার শুরু করেছিলেন মামুনুল ইসলাম। এরপর খেলেছেন ঢাকা আবাহনী, শেখ রাসেল, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়েও। প্রায় ১৬ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডারের কাছে প্রতিটি মৌসুমই নতুন করে শেখার ও চ্যালেঞ্জিংয়ের ‘প্রতি মৌসুমে নিজেকে প্রমাণ করতে হয়। এটা আমার কাছে ভালোই লাগে। মোহামেডানে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবো। আমার লক্ষ্য দলকে ভালো কিছু উপহার দেওয়া।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহামেডান

৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ