Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চা উৎপাদনে বাংলাদেশের রেকর্ড

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

অক্টোবর মাসের চা উৎপাদনের জরিপে দেখা যায়, গত এক মাসে বাংলাদেশ ১৬৭টি চা বাগান থেকে ১ কোটি ৪৩ লাখ কেজি চা উৎপাদন করেছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বাংলাদেশে চা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, অক্টোবর মাসসহ এ বছরের প্রথম ১০ মাসে দেশে ৭ কোটি ৯৩ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। গত বছর একই সময় ৬ কোটি ৮৯ লাখ কেজি চা উৎপাদিত হয়। সেই হিসাবে গত বছরের চেয়ে চা উৎপাদন ১ কোটি কেজির বেশি বেড়েছে।
চা বোর্ডের মতে, অনুকূল আবহাওয়া, সরকারের আর্থিক প্রণোদনা, বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ডের নিয়মিত তদারকি, বাগানমালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টায় রেকর্ড পরিমাণে চা উৎপাদন করা সম্ভ হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, কোভিড পরিস্থিতিতেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সব চা-বাগানের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এছাড়া চা-শিল্পের জন্য বাগানগুলোকে ১২০ কোটি টাকা আর্থিক প্রণোদনা বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে চা নিলাম কেন্দ্র চালু রাখা, চা রফতানির ক্ষেত্রে প্রণোদনা, সঠিক সময়ে ভর্তুকি মূল্যে সার বিতরণ, চা-শ্রমিকদের নির্ধারিত সময়ে মজুরি পরিশোধ, রেশন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের ফলে এ বছর চায়ের উৎপাদন অনেক ভালো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ