Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতে চা উৎপাদন বেড়েছে ১৫%

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছরের জুনে ১৪ কোটি ৪১ লাখ ১০ হাজার কেজি চা উৎপাদন করেছে ভারত। এ সময় দেশটিতে পণ্যটির উৎপাদন বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ।
এতে ভূমিকা রেখেছে দেশটির প্রধান দুই উৎপাদনকারী রাজ্য আসাম ও পশ্চিমবঙ্গে বর্ধিত উৎপাদন। ভারতীয় চা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
আসামে চলতি বছরের জুনে চা উৎপাদন হয়েছে ৭ কোটি ৩১ লাখ ৪০ হাজার কেজি, যা ২০১৫ সালের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি। গত বছর জুনে আসামে চা উৎপাদন হয়েছিল ৬ কোটি ৩ লাখ ৭০ হাজার কেজি।
চা উৎপাদনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। জুনে রাজ্যটিতে চা উৎপাদন হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার কেজি, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। গত বছরের জুনে পশ্চিমবঙ্গে চা উৎপাদন হয় ৩ কোটি ৪৮ লাখ ৭০ হাজার কেজি। ডুয়ার্স, তরাই ও দার্জিলিংসহ রাজ্যের প্রধান উৎপাদনকারী এলাকাগুলোয় এ সময় পণ্যটির উৎপাদন বেড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে চা উৎপাদন বেড়েছে ১৫%
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ