পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : বিশ্বের চতুর্থ শীর্ষ চা উৎপাদনকারী দেশ শ্রীলঙ্কা। এল নিনোর কারণে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের ফলে দেশটিতে খরা, বৃষ্টি এবং ঝড়ের আগমন বেশি বেশি হচ্ছে, যা চা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। ২০১৫ সালে শ্রীলঙ্কায় পণ্যটির উৎপাদন কমে তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। খবর ডেইলি নিউজ।
শ্রীলংকা টি বোর্ডের (এসএলটিবি) তথ্য মতে, ২০১৫ সালে দেশটিতে ৩২ কোটি ৮৯ লাখ ৬০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। এর পরিমাণ ২০১৪ সালে ছিল ৩৩ কোটি ৮০ লাখ ৩০ হাজার কেজি। অর্থাৎ ২০১৪ সালের চেয়ে গতবছর শ্রীলংকায় ৯০ লাখ কেজি কম চা উৎপাদন হয়েছে। দেশটিতে ২০১৩ সালে ৩৪ লাখ কেজি চা উৎপাদন হয়েছিল, যা রেকর্ড।
এশিয়া সিয়াকা কমোডিটিজের ব্যবসায়ী বলেন, চা উৎপাদন হ্রাসের পাশাপাশি দামও রয়েছে নিম্নমুখী। ফলে দক্ষিণ শ্রীলংকার ক্ষুদ্র চা চাষীরা দীর্ঘায়িত মন্দার কবলে পড়েছেন। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়ে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।