Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১১:৫২ এএম

ময়মনসিংহের ফুলপুরে পুলিশ অভিযান চালিয়ে যৌতুক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইব্রাহিম খলিল (৩২) কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ছনধরা ইউনিয়নের লাউয়ারি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মৃত আবুল কালামের পুত্র ।

জানা যায়, ২০০৯ সালে যৌতুক নিরোধ আইনে বিজ্ঞ আদালত আসামী ইব্রাহিম খলিলকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা বা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন । এরপর থেকে সে পলাতক ছিল। যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশে এসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইব্রাহিম খলিলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ