রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে চার লাখ টাকা মূল্যের ৯৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি মহেশপুরের জলুলী ক্যাম্ডের নায়েক সুবেদার নুরুল ইসলাম জানান, বিজিবির হাবিলদার আব্বাস আলী ও মোহাইমেন গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কানাইডাঙ্গা এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় ভারত থেকে ফেসসিডিলের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। তিনি আরো জানান, বিজিবি সদস্যরা এ সময় মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে তারা ৯৮৭ বোতল ফেনসিডিল ফেলে ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার কাশিপুর গ্রামের মধ্যে পালিয়ে যায়। পরে বিজিবি ফেনসিডিল উদ্ধার করে মহেশপুরের জলুলী বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।