Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর চৌগাছার স্বরুপদাহ ইউপিতে নৌকার প্রার্থীর ভোট পুনঃগণনার দাবি

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ৫:৪৩ পিএম | আপডেট : ৬:২২ পিএম, ১৮ নভেম্বর, ২০২১

যশোরের চৌগাছা উপজেলার ৯নং স্বরুপদাহ ইঊনিয়ন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে পুনঃগণনার দাবি জানিয়েছেন পরাজিত নৌকার প্রার্থী সানোয়ার হোসেন বকুল। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সানোয়ার হোসেন বকুল বলেন, গত ১১ নভেম্বর যশোর চৌগাছা স্বরুপদাহ ইউনিয়নে নির্বাচনে একটি বিশেষ মহল গভীর ও সুক্ষè কারচুপি ও ষড়যন্ত্র করে আমার (নৌকা) ফলাফল পরিবর্তন করেছেন। বিশেষ মহলটি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে বিশেষ সুবিধা গ্রহন করেছেন। এজন্য প্রতিটি ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর মদদে নৌকার সীল মারা ভোট বাতিল দেখানো হয়েছে। সুক্ষ্ম কারচুপি করে শত শত নৌকা প্রতীকের ভোট চুরি করা হয়েছে। ভোটের ফলাফলে চেয়ারম্যান পদে গেজেট প্রকাশ বন্ধ রেখে পুনরায় গণনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা চুন্নু মিয়া, মোস্তাফিজুর রহমান, সোহরাব হোসেন, মতিয়ার রহমান প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ