Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নওগাঁয় পুলিশ-শ্রমিক সংঘর্ষ

অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ২:১০ পিএম

নওগাঁয় পরিবহন শ্রমিককে আটক করাকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৪/৫ জন বাস শ্রমিক আহত হয়েছে। ঘটনার পর শ্রমিকরা আন্তঃরুটের সব বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বর্তমানে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে হঠাৎ বাস বন্ধ হওয়ায় চরম বিরম্বনায় পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। শ্রমিকরা জানান, দুপুরে শহরের মশরপুর এলাকায় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত হন। এ ঘটনায় বাসের চালক সোলেমানকে আটক করতে বাস টার্মিনাল এলাকায় আসে পুলিশ। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। প্রায় ২০মিনিট চলে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া। এ ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ও দুটি বাস ক্ষতিগ্রস্থ হয়। নওগাঁ সদর থানার পরিদর্শক রাজিবুল ইসলাম বলেন, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একজন আসামিকে আটক করে নেওয়ার পথে শ্রমিকেরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন। এতে আমি ও একজন কনস্টেবল আহত হয়েছি। এখন টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা দায়েরে করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ