Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর বিজেপির সঙ্গে নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

গেরুয়া শিবিরে ফের ভাঙন। এবারকার বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল ‘ইউটার্ন’ নিচ্ছেন। প্রথমে তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’য় লিখলেন ‘কেন বিজেপি করা যায় না’। এরপর সংবাদ সম্মেলন করে জানালেন, তিনি মানসিক ভাবে আর বিজেপির সঙ্গে নেই। গত ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই প্রবীর ঘোষালের মুখে শোনা গিয়েছিল মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা। সে সাথে বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন। এবার এক পা বাড়িয়ে সরাসরি তৃণমূলের মুখপত্রে কলম ধরলেন একুশের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী। তিনি সম্পাদকীয়তে লিখেছেন, ‘কেন বিজেপি করা যায় না, ওখানে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি’। এরপর সাংবাদ সম্মেলনে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ সাবেক এই বিধায়ক। তিনি বলেন, ‘বিজেপি কোনও রাজনৈতিক দল নয়। বিজেপি করা খুব মুশকিল। ভোটের সময়ে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেটাই লিখেছি। ভোট চলাকালীনও আমি দু’বার সরে দাঁড়াতে চেয়েছিলাম। বিজেপতে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু ওখানে বাস্তবায়নের সুযোগ নেই।’ তার আরও অভিযোগ, বিজেপিতে টাকা চাওয়ার লোক বেশি। নীচু তলায় টাকার খাই বেশি। বিজেপির শাখা সংগঠনের সবাই নেতা। তিনি স্পষ্ট করে জানান, মানসিক ভাবে আর বিজেপিতে নেই। তিনি বলেন, ‘আমার মায়ের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করেছিলেন। বিজেপির কোনও বড় নেতা ফোন করেননি। কোনও সমবেদনা জানাননি।’ সূত্র : হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ