Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতিরিক্ত ভাড়া দাবীতে সিলেটে সংঘর্ষ : আহত ১০/১৫ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ৫:৪৩ পিএম

যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি এর জেরে সংঘর্ষ ঘটেছে সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড এলকায়। সংঘর্ষে জড়িয়ে পড়েন সিএনজি অটোরিকশা ও বাস শ্রমিক এবং স্থানীয় জনতা। আজ বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এক অটোরিকশা যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং অটোরিকশা শ্রমিকদের হামলায় ১০/১২টি বাস ভাঙচুর করা হয়।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ জানান, সকাল ১০টার দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডে এক যাত্রীর কাছে অটোরিকশা চালক দাবি করেন অতিরিক্ত ভাড়া । এ নিয়ে যাত্রী ও চালকের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্ট্যান্ডের বাস শ্রমিকরা যাত্রীর পক্ষ নিয়ে ক্ষিপ্ত হন অটোরিকশা চালকের প্রতি । এক পর্যায়ে কুমারগাঁও স্ট্যান্ডের বাস শ্রমিকরা অটোরিকশা চালক ও যাত্রীদের মারধর করছে- এমন সংবাদের ভিত্তিতে অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী দেশিয় অস্ত্র নিয়ে বাস স্ট্যান্ডে হামলা করেন। এসময় ইট-পাটকেল নিক্ষেপ ও ১০/১২টি বাস ভাঙচুর করেন তারা। স্থানীয় জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ