Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘সুষ্ঠু নির্বাচন হলে ৯৫ ভাগ ভোট পাবে বিএনপি’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

দেশে সুষ্ঠু নির্বাচন হলে শতকরা ৯৫ ভাগ ভোট বিএনপি পাবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমানউল্লাহ আমান। তিনি বলেন, পুলিশ না আসলে আওয়ামী লীগ বিএনপির সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। দেশে সুষ্ঠু নির্বাচন হলে শতকরা ৯৫ ভাগ ভোট বিএনপি পাবে। তাই সকল ভেদাভেদ ভুলে বিএনপি পরিবারকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর মিরপুর থানাধীন ৭ ও ১২ নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে, শেখ হাসিনার অধীনে এই বাংলার মাটিতে আর কোন জাতীয় নির্বাচন হতে দেব না ইনশাআল্লাহ। তিনি বলেন, শেখ হাসিনার পায়ের তলায় মাটি নেই, তাই আওয়ামী অবৈধ সরকার দুর্নীতি ও লুটপাটে আকন্ঠ নিমজ্জিত। আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সরকার প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। উন্নত চিকিৎসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি জোর আহবান জানান আমান।

প্রধান বক্তার বক্তব্যে উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, আমাদের লক্ষ্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে এটা প্রতিষ্ঠা করা। তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে সকল গ্রæপিং ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কারণ পেছনে জেলখানা সামনে ক্ষমতা, আপনারা বাসায় বসে থাকলে এই ভোটারবিহীন সরকার আপনাদেরকে টেনে হিঁচড়ে জেলে নিয়ে যাবে, আর যদি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেন তাহলে ক্ষমতায় যাবেন।
মেজবাহ উদ্দিন জনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা-১৪ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী ও দারুস সালাম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজু।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ