Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় রাস্তায় ইট-বালির ব্যবসার অপরাধে জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ৬:৪৯ পিএম

খুলনায় তেরখাদা উপজেলা সদরের ডাকবাংলোর সামনে ব্যস্ত সড়কের অংশ দখল করে ইট-বালির ব্যবসার অপরাধে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা তাকে অর্থদণ্ড প্রদান করেন।

তিনি জানিয়েছেন, দীর্ঘদিন তেরখাদা সদরের ব্যস্ততম সড়কের উপরের অংশ দখলে নিয়ে ইট-বালির ব্যবসা করছিলেন স্থানীয় মোঃ সোহরাব হোসেন। তাকে বহুবার সতর্ক করা হলেও তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাস্থলেই জরিমানা অর্থ পরিশোধ করেন তিনি। ব্যবসায়ী মোঃ সোহরাব হোসেন তেরখাদা সদরের মোঃ সাইদুর রহমানের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ