বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের মণিরামপুরে জসিম গাজী (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনদের দাবি। জসিম উপজেলার জয়পুর গ্রামের আব্দুস সুবহান গাজীর ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন জসিম। বিভিন্ন চিকিৎকের কাছে চিকিৎসা নিয়েও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে নিজ ঘরের আড়ার সাথে রশি জড়িয়ে তিনি আত্মহত্যা করেন। পরে তার স্ত্রী রুনা খাতুন স্বামীকে ঝুলতে দেখে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন এসে জসিমের মরদেহ নিচে নামান।
মণিরামপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, মানসিক ভারসাম্যহীন হওয়ায় আগেও একাধিকবার জসিম গলায় ফাঁস দেয়ার চেষ্টা করেছেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।