Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ফুটপাতে, আহত ২০

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ৩:৪১ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। এ সময় রাস্তার পাশে থাকা একটি সিএনজি অটোরিক্সা এবং একটি প্রাইভেট কারকে চাপা দেয়। বাসটি ফুটপাতের থাকা তিনটি দোকানে ঢুকে পড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে অনেকে বাজারের ব্যবসায়ী এবং পথচারী ছিলেন। আহতরা হলেন, সিরাজ মাঝির পুত্র মো. রাজু (১০), মো. আলীর পুত্র মো. কাউছার (৩৫), ইসমাইল হোসেনের পুত্র মো. ফারুক (২৫), মনছুর মিয়ার পুত্র মো. মানিক (৩৫), জাহিদুল ইসলাম নিহাদ ও আব্দুল হাইর পুত্র সিএনজি চালক মো. গফুর। তাদের মধ্যে ৫ জনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুইজনকে জেলা সদর হাসপাতাল এবং গুরুতর একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত ৮-১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে রামগতিগামী একটি যাত্রীবাহী বাস তোরাবগঞ্জ বাজারে আসলে নিয়স্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতে থাকার দুইটি ভ্যারাইটিজ স্টোর ও একটি ফল দোকানে ঢুকে পড়ে। পরে রাস্তার পাশে থাকা একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে প্রায় ২০জন ব্যক্তি মারাত্মক আঘাত প্রাপ্ত হন।এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছছে।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ