Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনে দুই রেকর্ড গড়লেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ২:১০ পিএম

একদিনে দুই রেকর্ড ভাঙলেন মার্কিন সংগীত শিল্পী টেইলর সুইফট। তার অ্যালবাম 'রেড টেলরস ভার্সন' প্রকাশের মাধ্যমে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে ভেঙ্গেছেন তিনি। অ্যালবামটি স্পটিফাইয়ের ইতিহাসে কোনো একদিনে সর্বোচ্চ শোনা নারী শিল্পীর অ্যালবামের রেকর্ড গড়েছে। পাশাপাশি স্পটিফাইয়ের ইতিহাসে একদিনে সর্বোচ্চ স্ট্রিম হওয়া নারী শিল্পীর রেকর্ডও গড়েছেন সুইফট।

জানা গেছে, মাত্র একদিনে ৯০.৮ মিলিয়ন বার শোনা হয়েছে টেইলর সুইফটের 'রেড টেলরস ভার্সন' অ্যালবামটি। আর শুক্রবার একদিনে টেইলর সুইফটের সব গান মিলিয়ে শোনা হয়েছে ১২২.৯ মিলিয়নের বেশি সংখ্যক বার।

এর আগে, টেলর ২০২০ সালে তার প্রকাশিত অ্যালবাম ফোকলোরের জন্য স্পটিফাইতে গড়ে ছিলেন রেকর্ড। নিজের গড়া রেকর্ডই শুক্রবার ভেঙে নতুন রেকর্ড গড়েছেন টেইলর সুইফট।

আধুনিক পপ মিউজিকে অন্যতম পরিচিত এক নাম টেইলর সুইফট। মার্কিন এই গায়িকা খুব অল্প সময়ের মধ্যেই পপ সঙ্গীত সাম্রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। টেইলর সুইফট শুধু যে গাইতে পারেন তা নয়, তিনি গানও লেখেন। একইসঙ্গে গিটার, পিয়ানোর মত বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তার ঝুলিতে অ্যাওয়ার্ডের পরিমাণও কম নয়। সংগীত জগতের একের পর এক রেকর্ড ভেঙ্গেই চলেছেন এই শিল্পী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ