Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী সদস্য পদে দুই সতীনের লড়াই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১১:০৭ এএম

পারিবারিক কলহ এবার গড়াল নির্বাচনী মাঠে। জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সতীন পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় সতীন আঙ্গুর বেগম পেয়েছেন কলম প্রতীক আর ছোট সতীন জাহানারা বেগম পেয়েছেন তালগাছ প্রতীক। তারা দু'জন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের স্বামী ফজলুর রহমান ওই ইউনিয়নের চন্দ্রখানা বুদারবান্নি গ্রামের বাসিন্দা।

দুই সতীন ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। ভোট চাইছেন ভোটারদের কাছে। তবে স্বামী ফজলু বড় স্ত্রী আঙ্গুরকেই সমর্থন দিয়েছেন এবং তার কলম প্রতীকে ভোট চাচ্ছেন। দুই সতীন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হওয়ায় চমক সৃষ্টি হয়েছে ভোটারদের মাঝে। জল্পনা কল্পনা থেকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। শুরু হয়েছে ভোটার সমর্থকদের মাঝে দুই সতীনের ভোটের হিসাব নিকাশ। কোন সতীন এগিয়ে আবার কোন সতীন পিছিয়ে এ নিয়ে চলছে ভোট বিতর্ক।

ফজলুর রহমানের তিন স্ত্রী। এর মধ্যে আঙ্গুর বেগম প্রথম, নাজমা বেগম দ্বিতীয় এবং জাহানারা বেগম তৃতীয় স্ত্রী। প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফজলুর রহমান একই বাড়িতে থাকেন। অপর দিকে তৃতীয় স্ত্রী জাহানারা বেগমকে আলাদা বাড়ি করে দিয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ