Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

তানভীর তারেকের রাতাড্ডায় জীবন সংগ্রাম নিয়ে কথা বললেন শখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দীর্ঘ প্রায় ৬ বছর পর কোনো লাইভ অনুষ্ঠানে কথা বলেছে মডেল অভিনেত্রী আনিকা কবির শখ। তানভীর তারেক এর গ্রন্থনা ও সঞ্চালনায় জাগো এফএম এর জনপ্রিয় সেলিব্রিটি শো রাতাড্ডায় গত সোমবার রাত দশটায় দুই ঘন্টাব্যাপী লাইভে অংশ নেন তিনি। নিজের ক্যারিয়ার, সংসার ও সন্তানের মা হওয়া প্রসঙ্গে জীবনসংগ্রামে নিয়ে কথা বলেন তিনি। শখ বলেন, ক্যারিয়ারের চুড়ান্ত পর্যায় যেমন দেখেছি, তেমনি নিজের বয়সের সাথে সাথে জীবনের সংগ্রামটাও অনুভব করেছি। তারকা জীবনে মা হওয়াটাও একটা বড় সংগ্রাম। কারণ, আমাকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে। এই একার সংগ্রাম প্রসঙ্গে বলে বোঝাতে পারবো না। বাইরে থেকে একজন পুরুষকে কিন্তু তার এই সেক্রিফাইসটা করতে হয় না। সেই বিষয়েই বলার প্রয়োজন বোধ করেছি বলেই লাইভে এসেছি। তানভীর ভাইয়ের সাথে আমার এই অবসর সময়েও নানান বিষয়ে কথা হয়েছে। তিনি খোঁজ নিয়েছেন। আমি ঘরে বসে নিয়মিত তার অনুষ্ঠান দেখতাম। তাকে মেসেজ পাঠাতাম। সেই ভাবনা থেকেই এতদিন পর প্রথম তার শোতেই কথা বলতে চেয়েছি। উল্লেখ্য, শখের সাথে অভিনেতা নিলয়ের বিবাহ বিচ্ছেদের পর মডেল জনকে বিয়ে করে সুখের সংসার শুরু করেন। এরপর সংসারে থিতু হবার কারণেই নিজের ক্যারিয়ারে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে দীর্ঘ বিরতি নেন। এজন্য তাকে সমালোচনারও শিকার হতে হয়েছে। এ বিষয়েও অকপটে বলতে চান শখ। একই সাথে ক্যারিয়ারের আগামী পরিকল্পনা নিয়ে কথা বলবেন তিনি। বর্তমানে বেশ কিছু ইভেন্ট, নাটক ও বিজ্ঞাপনের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। জাগো এফএম-এ রাত দশটায় দুই ঘন্টার লাইভে অংশ নেবেন মডেল আনিকা কবির শখ। তানভীর তারেক বলেন, জনপ্রিয় তারকারা সংসার সন্তান নিয়ে ব্যস্ত হয়ে গেলে অনেকেই শোবিজ ছেড়ে দেন। নারীদের এই নিঃশব্দে বয়ে যাওয়া সংগ্রামের কথা কেউ তুলে ধরেনা। আমরা সবসময় তাদের গø্যামার সময়টা নিয়েই পড়ে থাকি। তাই আজ একটি ভিন্নমাত্রার অনুষ্ঠান হবে বলে আমার বিশ্বাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শখ

১৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ