মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতকে অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ শুরু করেছে রাশিয়া। রোববার রুশ সামরিক সহযোগিতা সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েভের বরাত দিয়ে স্থানীয় বার্তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে শুগায়েভ বলেছেন, ‘প্রথম চালান পাঠানো ইতোমধ্যে শুরু হয়েছে।’ এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থার প্রথম ইউনিট চলতি বছরের শেষ নাগাদ পাঠানো শেষ হবে বলে জানিয়েছেন তিনি। ২০১৮ সালে এস-৪০০ নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ৫৫০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাটির পাঁচটি ইউনিট পাবে ভারত। চীনের হুমকি মোকাবিলায় এই প্রতিরক্ষাব্যবস্থাটি প্রয়োজন বলে জানিয়েছিল নয়াদিল্লি। তবে আশঙ্কা করা হচ্ছে, ২০১৭ সালের মার্কিন আইন অনুযায়ী, রাশিয়ার কাছ থেকে এই সমরাস্ত্র কেনার ফলে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে নয়াদিল্লি। কারণ ২০১৭ সালে তুরস্কের কাছে এস-৪০০ বিক্রি করেছে রাশিয়া। এর জের ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে দেশটিকে। অবশ্য ভারত জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক রয়েছে। সেই সুবাদে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়বে না বলে আশা করছে। ইন্টারফ্যাক্সকে শুগায়েভ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।