Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী সহিংসতা: মাদারীপুরে ১ জনের মৃত্যু

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ৭:১৪ পিএম

গত ১০ নভেম্বর দ্বিতীয় দফা মাদারীপুরের কালকিনির ইউপি নির্বাচনে চরদৌলত খা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মো. চান মিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান মিলন মিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে বোমা বিস্ফোরন ও সংর্ঘষের ঘটনায় মারাত্বক আহত আলমগীর হোসেন প্যাদা (৫৬) নামে এক ব্যািক্ত গতকাল সোমবার ভোরে মারা গেছেন। ঘটনার পরই সে ঢাকার মোহাম্মদপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলো । মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনে অংশ নেয়া মৃতের চাচাতো ভাই স্বতন্ত্র প্রার্থীর্ হাফিজুর রহমান মিলন মিয়া।
মিলন মিয়া অভিযোগ করে জানান, ‘আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চান মিয়ার লোকজন আমার চাচাতো ভাই আলমগীর হোসেনকে বোমা মেরে গুরুতর জখম করে হত্যা করেছে । এ ঘটনায় থানায় মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছি।’
তবে বোমা হামলার সাথে জড়িত নয় দাবী করে বিজয়ী চেয়ারম্যান মো. চাঁন মিয়া শিকদার বলেন, ‘আমার কোন লোকজন বোমার বিস্ফোরণের সাথে জড়িত না।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ‘১০ নভেম্বরের ঘটনায় সিডি খান থেকে আট জনকে আটক করে আদালতে পাঠিয়েছিলাম। তখন কেউ মামলা দেয়নি। আমি শুনেছি, আহতদের মধ্যে একজন মারা গেছে। যে কারণে উত্তেজনাকর পরিস্থিতি মোকাবেলার জন্যে অতিরিক্ত পুলিশ মোতায়ন রাখা আছে। যে কেউ মামলা দিলে মামলা আমলে নেয়া হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনি সহিংসতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ