Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে সাতক্ষীরায় ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে, নৌকার প্রার্থীসহ আহত ১৮

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১১:১৭ এএম

বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যে সংঘর্ষে নৌকার প্রার্থীসহ ১৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর)
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১৩টি ইউনিয়নের ১২৬ টি কেন্দ্রে ২ লাখ ৬৬ হাজার ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে, সুষ্ঠু নির্বাচন করার লক্ষে জেলা নির্বাচন অফিস সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর ব্যবস্থা নিয়েছেন। কেন্দ্রগুলোতে সকালে ব্যালট পেপার পৌঁছানোর পর ভোট গ্রহণ শুরু হয়। এরপরও বৈকারি ইউনিয়নের খলিলনগর কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে নৌকার প্রার্থী সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থী সমর্থকদের সংঘর্ষ বাঁধে।
এতে নৌকার প্রার্থী অসলেসহ অাটজন আহত হয়েছেন।
এছাড়া,কাথন্ডা বিশ্বাস পাড়ায় ভোট কেন্দ্রিক সংঘর্ষে আহত হয়েছেন আরো দশ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ, র্যাব মোতায়েন রয়েছে। উত্তেজনা বিরাজ করছে।
নির্বাচনে ১৩টি ইউনিয়নে ৬৪জন চেয়ারম্যান, ৪৯১জন মেন্বর ও ১৬০ জন সংরক্ষিত পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্র প্রতি একজন এসআইএর নেতৃত্বে ৫ জন পুলিশ, ১৭জন আনছার দায়িত্ব পালন করছেন।
এছাড়াও নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশ র‌্যাব ও বিজিবি টহল অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনি সহিংসতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ