Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কালকিনিতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ১১:২৯ এএম

আসন্ন ১১নভেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে ২৭অক্টোবর প্রতিক বরাদ্দের পরেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও সমর্থকদের ওপর হামলার ঘটনায় দিশেহারা হয়ে পরছে প্রার্থীরা। জানাগেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার আলীনগর এলাকার বর্তমান ইউপি চেয়াম্যান ও স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলন সরদারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর, প্রাইভেট কার সহ ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও সমর্থক রাজার চর গ্রামের খগেন মন্ডলের বাড়িতে হামলা চালিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ পারভেজের সমর্থকরা। অপরদিকে শিকারমঙ্গল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মালের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর সহ সমর্থকদের মারধর করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল আলম মৃধার সমর্থকরা। একই ভাবে কয়ারিয়া ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল হাসান নূর মোহাম্মদ মোল্লার চাচা শামীম মোল্লা পরিবার পরিজন নিয়ে ইউপি কার্যালয়ে করোনা ভাইরাসের টিকা দিতে আসলে তার ওপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন জমাদারের সমর্থকরা। এছারাও অন্যান্য ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকদের ওপর চাঁপ প্রয়োগ সহ হুমকী ধামকী দেয়ার অভিযোগ রয়েছে।
এব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আসফাক রাসেল বলেন ‘ উক্ত ইউনিয়ন গুলোতে সার্বক্ষনিক পুলিশ মোতায়েন থাকবে এবং পুলিশের টহলও বৃদ্ধি করা হয়েছে।’
উপজেলা নির্বাচন অফিসার দীপক বিশ্বাস বলেন ‘ আমরা অবাধ সুষ্ঠু ও গ্রহন যোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছি। কোন প্রার্থী অভিযোগ দিলে তাৎক্ষনিক অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনি সহিংসতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ