Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যানেজার নাফিস ফিল্ডিং কোচ বাবুল

পাকিস্তান সিরিজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আর সেই সিরিজের আগে টিম ম্যানেজমেন্টে দুইটি গুরুত্বপ‚র্ণ পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পর পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় দলের টিম অপারেশন্স ও লজিস্টিকস ম্যানেজার সাব্বির খান। তার পদত্যাগের পর পাকিস্তান সিরিজের আগে নতুন লজিস্টিক ম্যানেজার পেল টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আরেক সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে নিয়োগ দিয়েছে পাকিস্তান সিরিজের লজিস্টিক ম্যানেজার হিসেবে। দায়িত্ব পেয়ে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছেন নাফিস।

বিশ্বকাপে ভরাডুবির পর কোচিং প্যানেলেরও রদবদল অনেকটা অবধারিতই ছিল। বিশেষ করে পুরো টুর্নামেন্ট জুড়ে চলা যাচ্ছেতাই ফিল্ডিংয়ের পর কোচ রায়ান কুককে বরখাস্ত করে বিসিবি। পাকিস্তান সিরিজের আগে নতুন বিদেশি কোচ পাওয়ার সম্ভাবনা যে নাই, সেটা আগেই জানিয়ে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। তিনি আরও জানিয়েছিলেন, স্থানীয় কোন কোচকে দেওয়া হবে অন্তঃবর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব। অবশেষে গতকাল সেই নামটিও খোলাসা করলো বিসিবি। পাকিস্তান সিরিজে ফিল্ডিং কোচ হিসাবে দেখা যাবে মিজানুর রহমান বাবুলকে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ