Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির এমপি হারুনের ওয়াকআউট

সংসদে অনির্বাচিত সদস্যরা রয়েছেন এমন বক্তব্যে উত্তপ্ত সংসদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

বর্তমান সংসদে অনির্বাচিত সদস্যরা রয়েছেন’ মন্তব্য করে সরকার দলীয় সংসদ সদস্যদের তোপের মুখে বক্তব্য প্রত্যাহার করে সংসদ থেকে ওয়াকআউট করেন বিএনপির এমপি হারুনুর রশীদ।
তবে হারুন ওয়াকআউট করলেও বিএনপির সংরক্ষিত আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদেই ছিলেন। পরে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ওয়াকআউট করে সংসদটাকে খালি করে ফেললে বোধহয় সরকারি দলের সদস্যদের সুবিধা হতো। কিন্তু এত বেশি সুবিধা আমরা দেব না।

গতকাল একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের পর বিএনপির হারুন পয়েন্ট অব অর্ডারে বক্তব্য শুরু করেন। বক্তব্যে তিনি চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে বলেন, যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে সেসব এলাকা আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে।

এ পর্যায়ে সংবিধানের ১১ অনুচ্ছেদের উদ্বৃতি দিয়ে ‘এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন’ বলে মন্তব্য করেন। এর সঙ্গে সঙ্গে সরকারি দলের সংসদ সদস্যরা মাইক ছাড়াই টেবিল ছাপড়িয়ে তার প্রতিবাদ করতে থাকেন। চিৎকার চেঁচামেচিতে হারুন বক্তব্য দিতে পারছিলেন না। এ সময় তিনি তার কথাগুলো সম্পন্ন করার সুযোগ দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি প্রত্যাহার করতে বলেছেন। আমি আগে উত্থাপন করি। আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই প্রত্যাহার করব। এ সময় চিৎকার-চেঁচামেচি আরও বেড়ে যায়। যে কারণে স্পিকার কোনো কথা শুনতে পাচ্ছেন না বলে হাউসকে জানান এবং হেডফোন কানে দেন।

পরে সকলের প্রতিবাদের মুখে হারুন স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন বলে আমার যে বক্তব্য আপনি প্রত্যাহার করার অনুরোধ করছেন আমি তা প্রত্যাহার করছি। তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনি সংসদের অভিভাবক। আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। ইতোমধ্যে দুই ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপ ও চতুর্থ ধাপের তফশিল হয়েছে। তিন শতাধিক ইউনিয়নের চেয়ারম্যান এবং গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদের নির্বাচিত বলা হচ্ছে, তারা কাদের দ্বারা ইলেকটেড (নির্বাচিত)? এই বিষয় আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি। আপনি আমাকে (বক্তব্য) প্রত্যাহার করতে বলছেন- (কিন্তু আমি জানতে চাই) তারা কাদের দ্বারা নির্বাচিত? এই বিষয়টি এখানে পরিষ্কার করবেন। সংবিধান যেখানে বলছে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

হারুন বলেন, সম্প্রতি ফ্রান্সে ভোট হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। সেখানে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পরও আইন অনুযায়ী প্রেসিডেন্ট ৫০ শতাংশ ভোট পাননি বলে পুনরায় ভোট হয়েছে। তিনি বলেন, কোনো কাজের জন্য যখন টেন্ডার হয় সেখানে একজন অংশগ্রহণকারী থাকলে পুনরায় টেন্ডার আহ্বান করা হয়। তাহলে যেসব জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদের নির্বাচিত করা হচ্ছে, সেসব জায়গায় কেন পুনঃতফসিল করা হচ্ছে না?

একটি বড় রকমের সংকট তৈরি হয়েছে মন্তব্য করে হারুন বলেন, আজ নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করছে না। যে কারণে সরকারি দল ও তাদের বিদ্রোহী প্রার্থীরা সারা দেশে হানাহানি-খুনোখুনিতে লিপ্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন স্থানীয় নির্বাচনে এটা একটু ঝগড়াঝাটি। ৪০ জনের বেশি প্রাণ হারিয়েছে। এরপরও আমরা এটাকে ঝগড়াঝাঁটি বলব? স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? কেন আপনারা কথাটা প্রত্যাহার করতে বলছেন? কেন বলছেন? যুক্তিসংগত সাংবিধানিক এই জায়গাটি পয়েন্ট অব অর্ডার আকারে আমি উত্থাপন করতে চেয়েছি। কিন্তু আমাকে প্রত্যাহার করতে বলায় সংসদ থেকে ওয়াকআউট করছি। পরে হারুন সংসদ কক্ষ ত্যাগ করে চলে যান।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী অনির্ধারিত আলোচনায় ফ্লোর নিয়ে বলেন, উনি (বিএনপির হারুন) ওয়াকআউট করেছেন ভয়ে। বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়নি বলে হারুন যে দাবি করেছেন তা সত্য নয়। তার নির্বাচনী এলাকায় আলী আজম নামে এক বিএনপি নেতা নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়া মির্জা ফখরুল নিজেই বলেছেন স্বতন্ত্র নির্বাচন করলে তার কোনো আপত্তি নেই। তিনি বলেন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে তারা এই কাজ করছে। সংবিধান রক্ষার্থে নির্বাচন আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। কে আসবে কে আসবে না- বিএনপি জামাত শিবিরের দল, তারা নির্বাচনে না এলে কিছু আসে-যায় না। শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নির্বাচন হবে। নির্বাচনে অংশগ্রহণ করব। দেশের মানুষ আমাদের সাথে আছে। আগামী দিনে বিএনপি-জামাতের অস্তিত্ব থাকবে না।



 

Show all comments
  • আবদুল গোফরান সেলিম ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫৫ এএম says : 0
    মিথ্যা তো বলেনি
    Total Reply(0) Reply
  • Md Shahidul Islam ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    সত্য বললেই চুলকানি শুরু হয়ে যায়
    Total Reply(0) Reply
  • Faruk Dhali ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    চোরেরা সংখ্যায় বেশি, তাই তারা উত্তেজিত হওয়ার সাহস দেখালো
    Total Reply(0) Reply
  • Talha Mahmud ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    চোরকে চোর বলা যাবেনা এটাই নিয়ম বর্তমানে। সাকা চৌধুরী বলেছিলেন মাননীয় স্পীকার আমি কি সংসদে কাউকে চোর বলতে পারবো? স্পীকার বলেছিলেন - নাহ পারবেন না। জবাবে তিনি বলেছিলেন আমি সুরন্জিত সেন গুপ্তকে চোর বললাম না।
    Total Reply(0) Reply
  • Sohel Rana ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫৭ এএম says : 0
    যখন সংসদ অধিবেশন চলবে আর তখন যদি মিরপুরে বাংলাদেশের কোন খেলা চলে সেই সময় সংসদ অধিবেশন দেখানোর জন্য অনুরোধ রইল।যাতে আমরা পালা গান,জারি গান,এগুলো লাইভ দেখতে পারি।
    Total Reply(0) Reply
  • Razaul Karim ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫৮ এএম says : 0
    হাজারো অমানুষের ভিরে একজন মানুষ।
    Total Reply(0) Reply
  • M. Abadul Haque ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫৮ এএম says : 0
    আল্লাহ তায়ালা হারুনুর রশীদ সাহেবকে আরো বেশী সৎ সাহসিকতার সহিত কথা বলার তাওফিক দান করেন।
    Total Reply(0) Reply
  • Rifat Khan ১৫ নভেম্বর, ২০২১, ১:০০ এএম says : 0
    যে দেশে কথা বলার স্বাধীনতা নেই সেই দেশ গনতান্ত্রিক হয় কিভাবে, কথা বলার সুযোগ তো দিতে হবে।
    Total Reply(0) Reply
  • Lutfullah ansary ১৫ নভেম্বর, ২০২১, ৮:০৩ এএম says : 0
    হারুন সাহেব দেশের মানুষের মনের কথা বলেছেন।যারা বিনা প্রতিদন্তিতাই নিরবাচিত হয়েছেন,তারা কি জনগণের প্রতিনিধিত্ব করে? আর ২৭ জন মানুষ মারাগেলে যদি ঝগড়াঝাটি হয়, তবে কত জন মানুষ মারাগেলে নিবাচনি হত্যাকান্ড বলবেন?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ