Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিয়েরা লিওনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:২৮ পিএম

আফ্রিকার সিয়েরা লিওনে একটি তেল ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক লোক। গত ৫ নভেম্বর অসাবধানতাবসত দুর্ঘটনাটি ঘটে।
রোববার (১৪ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ৫৭ জনের মতো আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
শহরের একটি ব্যস্ত সড়কের মোড়ে ৪০ ফুট দীর্ঘ ওই তেলবাহী ট্যাংকারের সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষের পর বিস্ফোরণ ঘটলে হতাহতের খবর পাওয়া যায়। পরবর্তীকালে রাজধানী ফ্রিটাউনের মেয়র ইয়োভোনে আকি-সাওয়ের হতাহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো এরই মধ্যে ঘটনাটির জন্য টুইট বার্তার মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেবে তার সরকার।
প্রাথমিক তথ্যে জানা যায়, ছিদ্র হওয়া একটি ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে বিপুল মানুষ জড়ো হয়েছিলেন সেখানে। এর মধ্যেই ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এ সময় চারপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়, এতে অগ্নিদগ্ধ হন আশেপাশের সড়ক ও গাড়িতে থাকা মানুষজন।
দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী আমারা জামবাই জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন শতাধিক আহত ব্যক্তি। দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো এ ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ