পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : চীনের বিকল্প হিসেবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নিট পণ্য আমদানি করার ইচ্ছা পোষণ করেছে সিয়েরা লিওন। এর ফলে দেশের তৈরী পোশাকের বাণিজ্যে লিওন নতুন এক সম্ভাবনা। গতকাল মঙ্গলবার বাংলাদেশে সফররত সিয়েরা লিওনের চার সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বিকেএমইএ নেতৃবৃন্দের সঙ্গে তাদের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান তারা।
বিকেএমইএ নেতাদের বলেছে, বাংলাদেশ ও সিয়েরা লিওনের মধ্যকার বাণিজ্য হার কম হলেও বর্তমানে দুই পক্ষ থেকেই ইতিবাচক মনোভাব লক্ষ করা যাচ্ছে। ২০০২ সালে সিয়েরা লিওন বাংলা ভাষাকে সম্মানমূলক অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তাছাড়া শান্তি মিশনের সফলতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নামে সে দেশে একটি রাস্তার নামকরণও করা হয়েছে। দুই দেশের সামগ্রিক বাণিজ্য হার তেমন উল্লেখযোগ্য না হলেও নতুন বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিকেএমইএ ও বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপে রয়েছে। সিয়েরা লিওনের কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক (গবেষণা বিভাগ) মোরলাই বাংগুরা বলেন, বাংলাদেশের নিট খাতের সম্প্রসারণশীল বাণিজ্য বিস্তৃতির পরিকল্পনায় সিয়েরা লিওন নতুন এক সম্ভাবনাময় দেশ হিসেবে পরিলক্ষিত হবে।
উল্লেখ্য, সিয়েরা লিওনে নিট পোশাক রফতানির জন্য প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাজার বিদ্যমান রয়েছে। এক্ষেত্রে শুল্ক কাঠামো রয়েছে প্রায় ২৪ দশমিক ১২ শতাংশ। বাংলাদেশ থেকে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদানের ব্যবস্থা করা, ব্যাংকিং সুবিধা নিয়মিতকরণ ও শিথিলকরণের জন্য আলোচনা, বার্ষিক দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন ইত্যাদি স্বল্প মেয়াদে ব্যবস্থা গ্রহণ করা হলে দু’দেশের মধ্যে বাণিজ্য উদারীকরণ হবে।
সভায় বিকেএমইএ সহ-সভাপতি (অর্থ) জি এম ফারুক ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে, সিয়েরা লিওনের প্রতিনিধিদলের মধ্যে আবদুল কামারা, ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট, মিনিস্ট্রি অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, ওনু জায়গিরদার, অনারারি কনসোল জেনারেল, এস্থার জনসন, হেড অব ফিন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট ইউনিট (সেন্ট্রাল ব্যাংক অব সিয়েরা লিওন) উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।