মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুর্ঘটনায় কর
ইনকিলাব ডেস্ক : বিদেশি মুদ্রার সংকটে থাকা শ্রীলঙ্কা শুক্রবার দেশটির নতুন বাজেট প্রস্তাব করেছে। এতে সড়ক দুর্ঘটনায় জড়িত যানবাহনে কর আরোপ করার কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে জানান, নতুন রাজস্ব প্রস্তাবের আওতায় দুর্ঘটনায় জড়িত যানবাহন করের আওতায় আসবে। পার্লামেন্টে তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত যানবাহনে একটি ফি আরোপ করা হবে। এই উদ্যোগের ফলে মোটরচালিত যানবাহনের দুর্ঘটনার সংখ্যা কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দুর্ঘটনা কর সম্পর্কে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী এর বেশি কিছু জানাননি। এএফপি।
হিমকন্যা চালু
ইনকিলাব ডেস্ক : দার্জিলিংয়ের সবুজ ঘেরা পাহাড়ি পথ চিড়ে ফের টয় ট্রেন পরিষেবা চালু করলো ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। শনিবার চালু হয়েছে হিমকন্যা নামের এই টয় ট্রেনটি। সপ্তাহে দুইদিন এই পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। শনিবার এবং রবিবার দার্জিলিং এবং কার্শিয়াঙের মধ্যে ছুটবে ট্রেনটি। ট্রেনটি চলাচলের সময়সূচিও জানিয়ে দেওয়া হয়েছে। প্রতি শনিবার এবং রবিবার সকাল ৮ টা ৩০ মিনিটে দার্জিলিং থেকে ছাড়বে। সকাল ১১ টায় পৌঁছাবে কার্শিয়াঙে। যাত্রাপথে আরও তিনটি স্টেশনে দাঁড়াবে টয় ট্রেন। হিন্দুস্তান টাইমস।
ভয়াবহ পরিস্থিতি
ইনকিলাব ডেস্ক : ভয়াবহ পরিস্থিতি দিল্লির। বিষাক্ত বায়ুতে ছেয়ে গিয়েছে রাজধানীর আকাশ। কার্যত দমবন্ধ অবস্থা বাসিন্দাদের। এমত পরিস্থিতিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টও। কী ভাবে এর থেকে পরিত্রাণ সম্ভব? শুক্রবার কেন্দ্রকে জরুরিভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার পরমার্শ দিল শীর্ষ আদালত। এদিন প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, প্রয়োজনে দুদিনের লকডাউন করা হোক দিল্লিতে।’ সোমবারের মধ্যে সরকারকে পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। প্রায় সপ্তাহখানেক ধরেই দূষণের চাদরে ঢেকে গিয়েছে দিল্লির আকাশ। এনডিটিভি।
ধর্ষণের অভিযোগ
ইনকিলাব ডেস্ক : ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর ডিফেন্স স্টাফদের একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন তারই সহকর্মী এক যুবতী স্টাফ। তার অভিযোগ, জুলাই মাসে প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রসাদে এক বিদায় অনুষ্ঠানের পর এক পুরুষ সহকর্মী তাকে ধর্ষণ করেছে। ফ্রান্সের দৈনিক পত্রিকা লিবারেশন এ নিয়ে প্রথম রিপোর্ট প্রকাশ করে। এতে বলা হয়, একজন জেনারেল এবং অন্য দু’জন কর্মকর্তার বিদায় অনুষ্ঠানের পর এ ঘটনা ঘটে। এলিসি প্রাসাদের ভিতরে বিদায় অনুষ্ঠানের অভ্যর্থনা শুরু হয়। এএফপি।
ব্রিটনি মুক্ত
ইনকিলাব ডেস্ক : পিতা জেমস স্পিয়ার্সের অভিভাবকত্ব থেকে মুক্তি পেয়েছেন পপ সঙ্গীত তারকা ব্রিটনি স্পিয়ার্স। গত ১৩ বছর তিনি তার পিতা জেমি স্পিয়ার্সের অভিভাবকত্বের অধীনে ছিলেন। মদে আসক্তসহ নানা অনিয়মে জড়িয়ে গিয়েছিলেন এই তারকা। ফলে আদালত তাকে তার পিতার অভিভাবকত্বে ছেড়ে দিয়েছিল। কিন্তু শুক্রবার সেই অভিভাবকত্ব বাতিল করে যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসের একটি আদালত। এ দিনটিকে ব্রিটনি স্পিয়ার্স তার জীবনের সেরা দিন বলে উল্লেখ করেছেন। মুক্তি পাওয়ার নির্দেশের পর ইন্সটাগ্রামে তার সাড়ে তিন কোটি অনুসারীকে বলেছেন, আনন্দে আমার কান্না আসছে। আদালতে শুনানির সময় লস অ্যানজেলেস কোর্টের সামনে সমবেত হয়েছিলেন তার বিপুল সংখ্যক সমর্থক, ভক্ত। সিএনবিসি।
ভুল বিচারে
ইনকিলাব ডেস্ক : একজনের দোষে অন্যজনের সাজা। তাও আবার এক বা দুই বছর না, দীর্ঘ ২৬ বছর। ভুল বিচারে দিনের পর দিন কারাভোগ করতে হয়েছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার এক ব্যক্তিকে। এক ভুল সাজায় জীবন থেকে হারিয়ে গেছে ২৬টি বসন্ত। সম্প্রতি ওই ব্যক্তিকে পুরোপুরি ক্ষমা ঘোষণা করেছেন ওই অঙ্গরাজ্যের গভর্নর। ১৯৯৪ সালে যখন তাকে গ্রেফতার করা হয় তখন থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ডোন্টে শার্পে নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি। অবশেষে দীর্ঘ কারাভোগের পর মুক্তি এবং পরবর্তীতে ক্ষমা পেয়েছেন তিনি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।