Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় মটোরসাইকেল আরোহী নিহত

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ৪:৫৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় জামাল সিকদার (৬০) নামের এক মটোরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিষকানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল কলাপাড়া থেকে তার ভাগনের মটোরসাইকেল যোগে তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় রওয়ানা দেন। এসময় মহাসড়কের বিষকানী এলাকায় পৌছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক(ঢাকা মেট্রো-ন-২০-৪৭০৫) তাদের বৃহনকৃত মটোরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জামাল মটোরসাইকেল থেকে ছিটকে সড়কের উপরে পরে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ