Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নামলেন প্রার্থীরা : শঙ্কায় নৌকার প্রার্থীরা

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ৩:১৯ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আওয়ামী লীগের ১৪ চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক পেলেও আওয়ামী লীগের বিদ্রোহী ৩৩জন প্রার্থী পেয়েছেন আনারস, মোটরসাইকেল, ঘোড়াসহ বিভিন্ন ধরণের প্রতীক। আর প্রতীক বরাদ্দ পেয়েই চেয়ারম্যান প্রার্থীসহ সদস্য প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। অনেকে পোষ্টার সাটনো শুরু করেছেন আবার নৌকা প্রতীকের প্রার্থীরা মাইক যোগে প্রচারণায় নেমেছেন। তবে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থীরা নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের চাপে এখনও কোনঠাসা অবস্থায় রয়েছে বলে মাঠ পর্যায়ের আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীরা জানিয়েছেন। এবারের নির্বাচনে দৌলতপুরের ১৪ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামী লীগ দলীয় প্রার্থী হওয়ায় মাঠ পর্যায়ের আওয়ামী লীগ দলীয় কর্মী ও সমর্থকরা ক্ষুব্ধ অবস্থায় রয়েছেন। মামুন হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আ’লীগ নেতা ও কর্মীদের দাবি একই ব্যক্তিদের বার বার মনোয়ন দিতে হবে কেন? তাই আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে নৌকার বিজয় নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরাও রয়েছেন শঙ্কায়। নৌকার মাঝি হয়ে যারা এবারের নির্বাচনেও প্রতিদ্ব›িদ্বতা করবেন তাদের মধ্যে দৌলতপুর ইউনিয়নে মহিউল ইসলাম মহি, আদাবাড়িয়া ইউনিয়নে মকবুল হোসেন, আড়িয়া ইউনিয়নে সাঈদ আনছারী বিপ্লব, বোয়ালিয়া ইউনিয়নে মহিউদ্দিন বিশ্বাস মহি, হোগলবাড়িয়া ইউনিয়নে সেলিম চৌধুরী, খলিশাকুন্ডি ইউনিয়নে সিরাজুল ইসলাম, মরিচা ইউনিয়নে শাহ আলমগীর, মথুরাপুর ইউনিয়নে সরদার হাসিম উদ্দিন হাসু, ফিলিপনগর ইউনিয়নে একেএম ফজলুল হক কবিরাজ, রিফাইতপুর ইউনিয়নে জামিরুল ইসলাম বাবু, প্রাগপুর ইউনিয়নে আশরাফুজ্জামান মুকুল সরকার, রামকৃষ্ণপুর ইউনিয়নে সিরাজ মন্ডল, চিলমারী ইউনিয়নে সৈয়দ আহমেদ ও পিয়ারপুর ইউনিয়নে আবু ইউসুফ লালু।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর দৌলতপুরের ১৪ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ১৪জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৩৩ জন, বিএনপি দলীয় প্রার্থী ১৪জন এবং জাসদ প্রার্থী ৭জন এবং জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮৯জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৬২৪জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭৪জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ