Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় সাংবাদিকের বাড়িতে ভাংচুর-তান্ডব, আ’লীগ নেতা গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ১১:৪৫ পিএম

খুলনার রূপসা উপজেলায় স্থানীয় দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাংবাদিক এইচএম রোকনের বাড়িতে হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টায় রূপসার আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটনের নেতৃত্বে ১৫-২০ জন পুরুষ ও নারী ওই হামলায় অংশ নেন। এ সময় সাংবাদিক রোকনকে না পেয়ে তার স্ত্রী জেসমিন আক্তার জুই (২৭) ও ভাইয়ের স্ত্রী ঝর্ণা বেগমকে (৩৫) মারধর করা হয়। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ওই বাড়ি থেকে তাদের উদ্ধার করে। এ ঘটনায় আরিফুজ্জামান লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। লিটন আইচগাতী ইউপির সব নির্বাচিত চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুলের ভাই।

হামলার ঘটনায় রূপসা থানায় মামলা করেছেন সাংবাদিক রোকন। ওই মামলায় চেয়ারম্যানের ভাই আওয়ামী লীগ নেতা লিটনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সাংবাদিক রোকন জানান, আইচগাতী ইউনিয়নের নির্বাচনের আগে থেকে এলাকার মানুষকে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন নিয়ে সংবাদ প্রকাশ হয়েছিল। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুজ্জামান বাবুল ও তার ভাই লিটন একাধিকবার তাকে হুমকি দেন। রাতে ভোটগণনা শেষে আশরাফুজ্জামান বাবুল বিজয়ী হলে তার সমর্থকরা কয়েক দফা তার বাড়িতে আসে। অবস্থা খারাপ দেখে তিনি পালিয়ে যান। সকালে লিটনের নেতৃত্বে বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীকে মারধর করা হয়।

তিনি বলেন, থানায় মামলা করার সময়ও আমাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিজের জীবন নিয়ে এখন আমি আতঙ্কিত।

এ ব্যাপারে রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, সাংবাদিকের বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় আরিফুজ্জামান লিটনকে গ্রেফতার দেখানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ