Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

জঙ্গিবিমান তাড়াতে
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার ক্রিমিয়া অঞ্চল থেকে ব্রিটেনের একটি গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দেয়ার জন্য মস্কো জঙ্গিবিমান পাঠাতে বাধ্য হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ জানান, ব্রিটিশ বিমানবাহিনীর একটি আরসি-১৩৫ গোয়েন্দাবিমান রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত ক্রিমিয়ার দিকে আসার চেষ্টা করলে রুশ সামরিক বাহিনী একটি এসইউ-৩০ জঙ্গিবিমান পাঠিয়ে তাকে বাধা দেয়। ক্রিমিয়া সীমান্তের প্রায় ৩০ কিলোমিটার দূরে থাকতে বিমানটিকে বাধা দিলে সেটি তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকে চলে যায়। রয়টার্স।


মুসলিমদের জন্য নিষিদ্ধ
ইনকিলাব ডেস্ক : ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো সম্পদের ব্যবহার মুসলিমদের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার ধর্মীয় সংস্থা ন্যাশনাল উলেমা কাউন্সিল (এমইউআই)। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি মুসলিমদের জন্য বৈধ কি না- সে সম্পর্কিত সিদ্ধান্তে আসতে আলোচনা চলছিল এমইউআইয়ে। বৃহস্পতিবার এ বিষয়ে সংস্থার অভ্যন্তরীণ বৈঠকে শুনানিও হয়। শুনানি শেষে উলেমা কাউন্সিলের প্রধান আসরোরান নিয়াম শোলেহ বলেন, যেহেতু ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থার মধ্যে এক প্রকার অনিশ্চয়তা আছে, তাই এটি মুসলিমদের জন্য নিষিদ্ধ। কারণ, ইসলামে বাজি ধরা বা অনিশ্চিত উপায়ে অর্থ উপার্জন (জুয়া) নিষিদ্ধ। ব্লুমবার্গ।


অস্ত্রধারী নিহত
ইনকিলাব ডেস্ক : নিউ ইয়র্কে পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হয়েছেন। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে সতর্ক করার পরও এগিয়ে আসলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ব্রুকলিনের বেল্ট পার্কওয়ে মহাসড়কে এ ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগ- এনওয়াইপিডি’র হাইওয়ে পুলিশ কর্মকর্তা নগরীর ব্রুকলিনের বেল্ট পার্কওয়ে মহাসড়কে দায়িত্বপালন করছিলেন। ৬৫ বছর বয়সী এক গাড়িচালক জীপ থেকে বেরিয়ে বন্দুক নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে যান। এক পর্যায়ে পুলিশ তাকে অস্ত্র ফেলে দিতে বলার পরও গাড়িচালক সামনে অগ্রসর হন। সিএনএন।


আসামে নিহত ১০
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি বেপরোয়া গতির ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এর ১০ যাত্রী নিহত হয়েছেন। অটোরিকশার আরোহীরা ধর্মীয় উৎসব ছট পূজা সম্পন্ন করে ফেরার সময় ট্রাকচাপায় তারা নিহত হন। পুলিশ জানায়, বৃহস্পতিবার আসাম-ত্রিপুরা সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।ছটপূজা সেরে ফেরার পথে আসামের করিমগঞ্জের পাথরখাণ্ডিতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন শিশুসহ নিহত হন ৯ জন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ