গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর তুরাগ এলাকা থেকে মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চুরি করা ৮৭৭০ কেজি বিভিন্ন ধরনের লোহাসহ একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।
র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যা ব ৪ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে তুরাগ নতুন বাজার খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শুক্রবার র্যা ব-৪ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার চোর চক্রের সদস্যরা হচ্ছে— কুষ্টিয়ার হাবিবুর রহমান (৩০), যশোরের মারুফুল ইসলাম (৩৭), কুমিল্লার বোরহান উদ্দিন (৪৫),কিশোরগঞ্জের সুরুজ (৫০), ঢাকার রুবেল (৩৩), নেত্রকোনার জহিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পরষ্পরের যোগসাজসে তারা দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রোরেল প্রকল্প ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ন প্রকল্পের অব্যবহৃত লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরির সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তারা একটি বিশেষ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সঙ্গেও জড়িত। তারা চোরাই করা লোহা, ইস্পাত, তার, মেশিন বিভিন্ন ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রয় করত।
গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।