নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আগামী ১৬ নভেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে দুবাই থেকে সরাসরি বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। সিরিজের সম্ভাব্য টি-টোয়েন্টি দল নিয়ে বিসিবির নির্বাচক প্যানেলের তিন সদস্য বৈঠকে বসেছিলেন গতপরশু। সেখানে যোগ দিয়েছিলেন টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজনও। তবে দেশের বাইরে থাকায় ডাকা হয়নি প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে। এরপরও ইতিবাচক কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা!
এবার কোয়ারেন্টিন না থাকায় আস্তে ধীরে দল ঘোষণা করলেও সমস্যা নেই। সিরিজ শুরুর আগে কোভিড টেস্ট করিয়ে হোটেলে উঠবেন ক্রিকেটাররা। ফলে দল সাজাতে শেষ মুহূর্ত পর্যন্ত সময় পাচ্ছেন নির্বাচকেরা। আর সেটিই কাজে লাগাতে চাইছেন মিনহাজুল আবেদীন নান্নু। বৈঠক শেষে প্রধান নির্বাচক বললেন, ‘আমরা এখনও দল চূড়ান্ত করিনি। ফরম্যাট অনুযায়ী শুধু নিজেদের এবং প্রতিপক্ষের শক্তি এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। বেশ কিছু পরিবর্তন আনবো। তবে মাথায় রাখতে হচ্ছে খেলাটা আমাদের নিজেদের মাটিতে হচ্ছে। এখানে কে কতটা ভালো করতে পারে, সেটা বিবেচনা করতেই হচ্ছে।’
বিশ্বকাপের ভরাডুবির পর খোলনলচে পাল্টে ফেলার কথা উঠেছিল। সেই পরিকল্পনায় সাত তরুণ ক্রিকেটারকে নিয়ে অনুশীলনও শুরু করেছেন টিম ডিরেক্টর। তাদের সবাইকে পাকিস্তান সিরিজে দেখা যাবে তা মোটামুটি নিশ্চিত। বাকি জায়গাগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে নির্বাচকদের। তবে প্রধান নির্বাচকের কথায় আভাষ, আপাতত রদবদলের চিন্থা থেকে সরে এসেছেন তারা। এক প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘দলে বড় আকারের পরিবর্তনের জন্য আগের দুই সিরিজের পারফরম্যান্স মূল্যায়ন করতে হচ্ছে। এটা ঠিক আমাদের বিশ্বকাপের পারফরম্যান্স খুব বাজে ছিল এবং আমরা সবাই কষ্ট পেয়েছি। কিন্তু বর্তমান স্কোয়াডের প্রত্যেককে নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এই দলটাই কিন্তু দুই মাস আগে আমাদের সিরিজ জিতিয়েছিল।’
অধিনায়ক থাকছেন মাহমুদউল্লাহই। মুশফিক, আফিফ, সোহান, মেহেদী, তাসকিন, মুস্তাফিজ, নাসুমদের জায়গাও পাকাপাকি। টি-টোয়েন্টি সিরিজে সাকিবকে পাওয়া যাচ্ছে না। টেস্টে তার খেলার সম্ভবনা আছে। বাইরে থাকাদের বাদ দিয়ে দেশে যারা আছে তাদের নিয়েই আজ থেকে শুরু হবে জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।