Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলার দৌলতখানের ৩ ইউপিতে বিজয়ী হলেন যারা

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১০:২৬ পিএম

ভোলার দৌলতখানের ৭ ইউপির মধ্যে ৩ ইউপির ফলাফল জানা গেছে। এতে ১টিতে নৌকা এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।

মদনপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন নাছির উদ্দিন নান্নু। তিনি পেয়েছেন ১৭০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দিন চকেট আনারস প্রতীকে পেয়েছেন ১৩৬৩ ভোট। দক্ষিন জয়নগর ইউনিয়নে নাজমুল হোসেন বাচ্চু (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৪৯৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকে আলমগীর হোসেন পেয়েছেন ৪৩২৬ ভোট। ভবানীপুর ইউপিতে আওলাদ হোসেন (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন। তিনি চশমা প্রতিকে পেয়েছেন ৩২৭৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম নবী নবু নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫৮ ভোট।

এছাড়াও উত্তর জয়নগরে নৌকার প্রার্থী বশির সরদার, চরপাতায় কাজল ইসলাম, মেদুয়ায় মঞ্জুর আলম ও চর খলিফা ইউনিয়নে শামিম হোসেন অমি চৌধুরি এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ