Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে এক ভারতীয় নাগরিক আটক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৫:২৭ পিএম

সিলেটে পুলিশের হাতে বন্দি হয়েছেন এক ভারতীয় নাগরিক। জৈন্তাপুর মডেল থানা পুলিশ আটক করেছে তাকে।
পুলিশ সূত্র জানায়, জানায়, পুলিশের একটি টহল টিম বুধবার দিবাগত (১১ নভেম্বর) রাত দেড়টায় ডিউটিরত অবস্থায় একজন ভারতীয় নাগরিক জৈন্তাপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের হরিপুর বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে তাঁর নির্দেশে রাত ২টায় সেই ভারতীয় নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই বিদেশি জানান, তাঁর নাম আলিম উদ্দিন (৪৫)। ভারতের আসাম প্রদেশের নগাও জেলার মুরাজার মহকুমা হুজাই থানার বর আউট (ট্রার্নিং) গ্রামের ইলিয়াছ আলীর পূত্র তিনি । তবে এসময় পুলিশকে বাংলাদেশ ভ্রমণের ভিসা সংবলিত পাসপোর্ট বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আলিম। শুধু মাত্র ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রদর্শন করেন। পরে পুলিশ আলিম উদ্দিনকে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এসময় তিনি জানান, ভারতের ডাউকি সীমান্ত অতিক্রম করে গোয়াইনঘাট উপজেলার নলজুরী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তিনি। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এ বিষয়ে বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় আলিম উদ্দিন নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশে মামলা দায়ের পূর্বক আদালতে সোর্পদ তরা হবে তাকে। এর আগে গত ৫ নভেম্বর নগরীর আম্বরখানা থেকে দুই নেপালি নাগরিককে আটক করেছে পুলিশ। ওই দিন রাত ৮টার দিকে ঘুরাফেরার সময় আটক করা হয় তাদের। স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে আটক করে। আটককৃতরা হলেন- নেপালের ভোজপুর জেলার আমচক ৪নং ওয়ার্ডের জয় বাহাদুর কামি (৪৮) ও তার পূত্র শান বাহাদুর (১০)। তাদেরকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, কাজের সন্ধানে ভারতীয় নাগরিকের সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বড়ছড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে গত ৩ নভেম্বর তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতের গোয়াহাটিতে ফেরার কথা ছিল তাদের। এ উদ্দেশ্যেই সিলেটে আসেন তারা। কিন্তু এর আগেই পুলিশের হাতে আটক হন পিতা-পূত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় নাগরিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ