Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:২৬ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ কেজি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত সৌমিক দত্ত রোববার রাত সাড়ে ১২টায় Regent Airways Gi RX-785তে করে ঢাকায় আসেন।
কাস্টম হাউজ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউজের একটি দল গ্রীন চ্যানেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নেয়। যাত্রী সৌমিক দত্ত বিমান হতে নেমে গ্রীন চ্যানেল অতিক্রমকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ ও অন্যান্য শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে অস্বীকার করেন। পরবর্তীতে তার নিকট থেকে একটি ওয়াটার ডিস্পেন্সার উদ্ধার করা হয়। যার কম্প্রেসারের মধ্যে ছোট ছোট বল আকৃতির প্রায় ৬ কেজি (৫.৯৫০ কেজি) স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
কাস্টম হাউজ আরো জানিয়েছে, আটককৃত সৌমিক দত্তকে ফৌজদারি মামলা দায়েরপূর্বক বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ