Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সফর বাতিলের ক্ষতি পোষাতে পাকিস্তানে ইংল্যান্ডের সাত টি-টোয়েন্টি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ৪:৩৫ পিএম

খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ দিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিল ইংল্যান্ড। নিউ জিল্যান্ডের পর তাদেরও পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনা শুরু হয়। সেই সম্পর্ক পুনরুদ্ধারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন যান পাকিস্তানে। সম্পর্কের যে বরফ গলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বাতিল হওয়ার সিরিজের নতুন সূচি চূড়ান্ত করেছে দুই বোর্ড।

আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান যাবে ইংল্যান্ড। খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

গত অক্টোবরে পাকিস্তানে গিয়ে দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ডের। শেষ মুহূর্তে বায়ো-বাবল ক্লান্তি ও নিরাপত্তা শঙ্কার কথা বলে তারা সফর বাতিল করে। একই সঙ্গে মেয়েদেরও তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার সূচি ছিল। সেটাও বাতিল হয়। তবে এই সিরিজ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি-টোয়েন্টি

১৪ নভেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ