বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাট, জামালপুর ও সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।
খুলনা ব্যুরো জানায়, বাগেরহাট জেলার ফকিরহাটের পিলজংগ কাঠালতলা এলাকায় গতকাল সন্ধ্যায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম বিকাশ বৈরাগী (৩৮)। তিনি বাগেরহাট সদর উপজেলার মনোরঞ্জন বৈরাগীর পুত্র। পুলিশ জানায়, রাতের অন্ধকারে দ্রæতগামী ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর জেলা সংবাদদাতা জানান, জামালপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছে। গতকাল ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারিকেলিতে এ দুর্ঘটনা ঘটে। জামালপুর সদর থানার ওসি রেজাউল করিম খান জানান, জামালপুর থেকে ঘাঁটাইলগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে টাঙ্গাইল থেকে জামালপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। নিহতরা হলো জামালপুর সদরের ছোনটিয়া এলাকার শাহজাহান আলীর পুত্র মিন্টু মিয়া (২৮) ও মেলান্দহ উপজেলার মুন্সিনাংলা গ্রামের উসমান গনির পুত্র আবুল কালাম আজাদ (৪৫)।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, শাহজাদপুর-জামিরতা আঞ্চলিক সড়কে ট্রাক উল্টে ২ ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ শ্রমিক। নিহতরা হলেন পোরজনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবর (৫০)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, গতকাল বেলা ১২ টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রাম থেকে ট্রাক নিয়ে অর্ধশত শ্রমিক ধান কাটার জন্য রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকটি পারজামিরতা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে খাদে পরে যায়। এতে ১৭ শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।