Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সিলেট নগরীতে বর্ণাঢ্য মিছিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৭:২৬ পিএম

সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের উন্নয়ন কাজের উদ্বোধন এবং সবার জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপিকে অভিনন্দন জানিয়ে নগরীতে বিশাল শোডাউন করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ব্যানারে আজ মঙ্গলবার দুপুরে নগরীর ধোপাদিঘীর পূর্ব পাড়স্থ হাফিজ কমপ্লেক্স থেকে বিশাল মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে।

এর আগে সকাল থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে হাফিজ কমপ্লেক্সে এসে জড়ো হতে থাকেন সিলেট মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বেলা ১টার দিকে হাফিজ কমপ্লেক্স এলাকা হয়ে ওঠে লোকারণ্য। পরে কাউন্সিলর আজাদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মিলে সেখান থেকে বের করেন পূর্ব নির্ধারিত এক বর্ণাঢ্য মিছিল । মিছিলের অগ্রভাগে জাতীয় পতাকা প্রদর্শন করেন নারী নেত্রীরা। এছাড়া মিছিলে নেতাকর্মীরা সিলেট সহ দেশের বিভিন্ন উন্নয়নের ছবি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের ছবি সম্বলিত ফেস্টুন করা হয় প্রদর্শন। শহিদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, ‘দেশের উন্নয়নের ধারায় সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের দায়িত্ব পালন শেষে দেশে ফেরার পর থেকেই ৬ লেনের এই মহাসড়ক বাস্তবায়নের চেষ্টা চালিয়ে আসছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। এছাড়া মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেটকে বদলে দেয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।’ কাউন্সিলর আজাদ বলেন, ‘সারাবিশ্ব যখন কোভিড ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। তখন প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনা ও নেতৃত্বে এবং পররাষ্ট্রমন্ত্রীর সফল কুটনৈতিক তৎপরতায় আজ দেশের সকল মানুষের জন্য নিশ্চিত হয়েছে টিকা। এটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ।’ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সফলতা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এই শোডাউনের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। মিছিলটি সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজের উদ্বোধন এবং সবার জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠিত হলেও ‘জয় বাংলা’- ‘জয় বঙ্গবন্ধু’র পাশাপাশি ‘আজাদ ভাই, আজাদ ভাই’ স্লোগানে মিছিলে গর্জন ছিলো বেশি। ‘আমদের কোনো নেতা আছে নাকি- আছে, কোন সে নেতা- আজাদ ভাই, আজাদ ভাই’ এমন মুহুর্মুহু শ্লোগানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ