বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডিজেলের দাম বৃদ্ধির কারণ ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যাত্রীবাহী উৎসব, বন্ধন ও শীতল বাসের ভাড়া বাড়ানো হয়েছে। সেই সাথে এ রুটে চলাচলরত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বিতল বাসের ভাড়াও ১০ টাকা বাড়ানো হয়েছে। আগে তারা টিকিটপ্রতি ৩০ টাকা করে ভাড়া আদায় করতেন।
এখন সেটা ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। অন্যান্য সাধারন পরিবহনের বাসগুলো ডিজেলের দাম বৃদ্ধিও ঘোষণার পর থেকেই ভাড়া আদায় করছে ৫০ টাকা ।
এদিকে বেসরকারি পরিবহনের সঙ্গে বিআরটিসিও ভাড়া বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছে ন যাত্রীরা।
চাকুরীজীবী আরিফ হোসেন বলেন, চাকরির কারণে প্রতিদিন বন্দন কিংবা উৎসব বাস দিয়ে যাতায়াত করি। ওইসব বাসের ভাড়া বৃদ্ধি করায় বিআরটিসি দিয়ে যেতাম। বিআরটিসির ভাড়াও বাড়লো। এত টাকা ব্যয় করা মধ্যবিত্ত শ্রেনীর জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে।
অপর একজন ভুক্তভোগী বলেন, এতো টাকা টিকেটের দাম বৃদ্ধি করাটা গরিরের মাথায় আঘাত করা ছাড়া আর কিছুই নাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।