Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় এ্যাকুরিয়ামের মাছ দেবার প্রলোভনে শিশু ধর্ষণের চেষ্টা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১১:২২ পিএম

খুলনা মহানগরীর মোল্লাপাড়া এলাকায় এ্যাকুরিয়ামের মাছ দেবার প্রলোভনে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। আজ সোমবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় লবনচরা থানায় শিশুটির পিতা মামলা করেছেন। বর্তমানে শিশুটি খুমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন। ধর্ষণ চেষ্টাকারী সবুজ মোল্লা (৪০) একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর দুপুর ১২টার দিকে শিশুটিকে খোকন মোল্লা এ্যাকুরিয়ামের মাছ দিবে বলে নিজ বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি তার মাকে ঘটনা খুলে বললে মেয়েটির মা-বাবা লবনচরা থানায় অভিযোগ করেন। পুলিশের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিন বিকেলে ভর্তি করা হয়। বর্তমানে মেয়েটি খুমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ